ঢাকা সাভারে নদী পাড়ের অবৈধ বালুর গদি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

- আপডেট সময় : ০৯:৫৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার:-
ঢাকা সাভারে বংশী নদীর শাখা কর্ণপাড়া খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা বালুর গদি আজ শুক্রবার (৭ মার্চ) গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন ও পাইপ বিকল ও ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সরকার।
জানাগেছে একাধিক প্রভাবশালী দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল। সাভার উপজেলা নির্বাহী অফিসার আবুবকর সরকার বলেন, গণমাধ্যমের খবরের ভিত্তিতে তিনি এ অভিযান পরিচালনা করা হয়।
বংশী নদীর শাখা কর্ণপাড়া খালের ওপর বাঁশ এবং বালুর বস্তা দিয়ে বাঁধ দিয়ে বালুর গদি গড়ে তোলা হয়েছে। যা স¤পূর্ণ অবৈধ। অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও আমরা বালুর গদি গুঁড়িয়ে দিয়েছি এবং এ কাজে ব্যবহৃত ড্রেজার, পাইপ বিকল ও ধ্বংস করে দিয়েছি।
তিনি আরও বলেন, আগামীতে নদী ও খাল দখল করে কেউ এ ধরনের গদি গড়ে তুললে অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে সাভারের নয়ারহাট এবং ভাগলপুর এলাকায় দীর্ঘ্যদিন ধরে একইভাবে নদীর সীমান ও পাড় দখল করে বালুর গদি চালিয়ে যাচ্ছে একাধিক প্রভাবশালী মহল। স্থানীয়দের অভিযোগ প্রশাসন এসব জায়গা থেকে নিয়মিত মাসোহাড়া নিয়ে অবৈধ গদিগুলো পরিচালনার সুযোগ করে দিয়েছে।
যে কারনে পরিবেশ এবং জীব বৈচিত্র ধ্বংসকারী এসব বালুর গদির বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না।