বেনাপোল আন্তঃহাই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৪৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান (আসাদ),সিনিয়র রিপোর্টার:”সুস্থ দেহ, সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল থানা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তঃহাই স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। বেনাপোল থানার আটটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনাল ম্যাচে বেনাপোল মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয়। ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ এবং দর্শকদের উপস্থিতিতে মুখরিত। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল শাখার সভাপতি মাহাদী হাসানের সভাপতিত্বে-ও আদর্শ শাখার ক্রীড়া বিভাগের সেক্রেটারি মোহাম্মদ সবুর হোসেনের পরিচালনায়- উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব রাসেল মিয়া,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিম সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভূমি কর্মকর্তা, উপজেলা যুব ও ক্রীড়া সচিব, জেলা ক্রীড়া বিভাগের সেক্রেটারি খালিদ হাসান এবং বেনাপোল অঞ্চল তত্ত্বাবধায়ক ও জেলা সাহিত্য সম্পাদক জহুরুল ইসলাম প্রমূখ। এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়া চর্চা ও সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্য পূরণে ছাত্রশিবিরের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানান এবং উপস্থিত দর্শক শ্রোতার কাছে খুবই প্রশংসনীয় ছিল।