কোনো মতেই জাতীয় নির্বাচনের আগে, স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না: যশোরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

- আপডেট সময় : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
যশোর টাউন হল ময়দানে বিএনপির সমাবেশে বিপুল লোক সমাগম হয়েছে। সমাবেশ স্থলসহ শহরের মোড়ে মোড়ে লোকে লোকারণ্য। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর বিএনপি এ সমাবেশ। পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে করেন জেলা বিএনপি।
যশোর টাউন হল ময়দানে বেলা সাড়ে চারটার দিকে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যশোর জেলা বিএনপির আজকের সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
যশোর বিএনপির সমাবেশ জেলার আট উপজেলা, পৌরসভা, ওয়ার্ডগুলো থেকে নেতা কর্মীরা সমাবেশ স্থলে আসেন।