সংবাদ শিরোনাম :
বইমেলায় যাব

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

বইমেলায় যাব
নার্গিস আক্তার
রিমি মিনি যাবে বইমেলায়
কিনবে তারা বই
পাশের বাসার মিমি কাঁদছে
আমি কেন বসে রই?
মিমির মনটা খুব খারাপ
টাকা নেই বাবার
কেমনে যাবে বইয়ের মেলায়
হাত ধরে বাবার।
টাকা আছে যার আকাশ তার
টাকা নাই দুঃখ রয়
অনেক সময় টাকা সুখ
আবার দুঃখ বয়।