যশোরে জেলা মহিলা দলের কম্বল বিতরণ

- আপডেট সময় : ০২:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ১৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের সর্বাধিনায়ক, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেছে যশোর জেলা মহিলা দল। মঙ্গলবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র প্রদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।
জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য কাজী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না প্রমুখ।