সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পূর্ণ

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে

এ কে আজাদ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকার বীর মুক্তিযোদ্ধা জীতেন্দ্র চন্দ্র রায় বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
এই মৃত্যুতে তাঁকে গার্ড অব অনার এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদানের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান। প্রয়াত এ বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে রাণীশংকৈল থানার এসআই সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, বিদেশী চন্দ্র রায়, হাবিবুর রহমানসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।