আগৈলঝাড়ায় হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক এন্ড ডক্টর চেম্বার এর শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৪:৪১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে

মো:আশরাফ,বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ায় হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার ও ডক্টরস চেম্বারের যাত্রা শুরু করেছে। আধুনিক ও ডিজিটাল যন্ত্রপাতি দ্বারা সঞ্জিত রয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাইপাস সড়কের পাশে হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন করা হয়েছে।ব্যবস্থাপনা পরিচালক মলিনা রানী মন্ডলের সভাপতিত্বে হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারের উদ্ধোধনী সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা(ভারপ্রাপ্ত)কর্মকর্তা ডা.গোলাম মোর্শেদ সজীব, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক এসএম জাহাঙ্গীর হোসেন, ডা.অমুল্য রতন বাড়ৈ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক আবুল হোসেন লান্টু, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, আগৈলঝাড়া প্রেসক্লাবের আহবায়ক সরদার হারুন রানা, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত হোসেন তালুকদারসহ প্রমুখ।এ সভায় হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের ব্যবস্থাপনা পরিচালক মলিনা রানী মন্ডল বলেন, রোগীদের সকল ধরনের পরীক্ষা-নিরিক্ষা সঠিক মান নিয়স্ত্রন করা হবে।আমরা এখানে ভাল মানের একটি স্বাস্থ্য সেবার কাজ করবো। বীর মুক্তিযোদ্ধা, গরীব-অসহায় ও প্রতিবন্ধীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। পরীক্ষা-নিরিক্ষার সকল আপডেট যন্ত্রপাতি দ্বারা প্রতিষ্ঠানটিকে সঞ্জিত করা হয়েছে। এখানে নিয়মিত রোগী দেখবেন অভিজ্ঞ ডাক্তাররা-অধ্যাপক ডা.প্রশান্ত রায়,ডা.তাপশ মন্ডল,ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডা.সজীব কুমার বাড়ৈ,ডা.মো.মামুন মোল্লা, ডা.প্রকাশ মুন্সী, ডা.অনুপ বনিক, ডা.ফায়জুল হক পনির, ডা.সমীরন হালদার, ডা.জ্যোতি রানী বিশ্বাস, ডা.সবুজ রায়, ডা.ভবানন্দ বাড়ৈ(শুভ), ডা.তাপস মন্ডল, ডা.মিথুন রায়, ডা.সব্যসাচী তালুকদার, ডা.মালিহা মোহসীনা, ডা.শিউলী সমাজপতি, ডা.নেয়ামত উল্লাহ সজীবসহ প্রমুখ।