মানিকগঞ্জে প্রতিবন্ধী ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব-০৪

- আপডেট সময় : ১০:১৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে

মোবারক, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:-
মানিকগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী খালেদা (২৫) ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষক আব্দুল আলীম (২০)’কে গ্রেফতার করেছে র্যাব-০৪, সিপিসি-০২ ও সিপিসি-০৩*
সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও অস্ত্রধারী সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪, সিপিসি-২ ও সিপিসি-৩, মানিকগঞ্জ কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল *মানিকগঞ্জ সদর থানার চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী খালেদা (২৫) ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষক আব্দুল আলীম (২০)’কে* অদ্য ইং ০৪/১০/২০২৪ তারিখ রাত ০৯:৫০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানাঃ
ক. আব্দুল আলীম (২০),
পিতা- বাদশা মিয়া,
সাং- উচুটিয়া, সদর,
জেলা-মানিকগঞ্জ।
২।গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বিবরণে জানা যায় যে, আসামী আব্দুল আলীম (২০) ও ভিকটিম বুদ্ধি প্রতিবন্ধী খালেদা (২৫) একই এলাকার বাসিন্দা। ভিকটিম বুদ্ধি প্রতিবন্ধী বিধায় বিবাদী বেশ কিছুদিন ধরে তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ভিকটিমের চলাফেরার গতিবিধি লক্ষ্য করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ইং ১৬/০৯/২০২৪ তারিখ অনুমান সকাল ০৯:৩০ ঘটিকায় ভিকটিমের বাবা ও মা ভিকটিমকে বাসায় একা রেখে বাড়ির পাশের মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। অতঃপর ভিকটিম বাবা ও মাকে খুঁজতে জনৈক বাছের মিয়ার কাঠ বাগানে যায়। কাঠ বাগান থেকে ফেরার পথে গত ইং ১৬/০৯/২৪ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকায় মানিকগঞ্জ সদর থানাধীন উচুটিয়া সাকিনস্থ জনৈক বাছের মিয়ার কাঠ বাগানে কেউ না থাকার সুযোগে বিবাদী ভিকটিমকে ফুঁসলিয়ে পড়নের জামা কাপড় খুলে মাটিতে শুইয়ে ধর্ষণ করে। ধর্ষনের ফলে ভিকটিম কান্নাকাটি করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন যাহার সদর থানার মামলা নং- ১৯, তাং- ১৮/০৯/২৪ , ধারা- নাঃ শিঃ নির্যাঃ দঃ আইন ২০২০ এর ৯(১)।
সূত্রোক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-৪, সিপিসি-২ ও সিপিসি-০৩ কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ইং ০৪/১০/২০২৪ তারিখ সময় অনুমান ২১.৫০ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে উপরোক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে সদর থানা , মানিকগঞ্জ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।