আলমডাঙ্গায় নিখোঁজ যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০৫:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
আলমডাঙ্গায় নিখোঁজের একদিন পর মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের নগরবোয়ালিয়ার কারিগর পাড়ার খেয়া ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবক গাফ্ফার আলী টুলু নগরবোয়ালিয়া গ্রামের মৃত আক্তার মন্ডলের ছেলে।স্থানীয় ও পুলিশ জানায়, নিহত টুলু বুদ্ধিপ্রতিবন্ধী পাশাপাশি মৃগী রোগে আক্রান্ত ছিল। গত শনিবার দুপুরে সে বাড়ির পাশে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। এসময় তিনি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিল না। গতকাল রবিবার সন্ধ্যায় দিকে একই এলাকার কারিগর পাড়ার খেয়া ঘাট নামক এলাকায় তার ভাসমা লাশ দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে তারা মাথাভাঙ্গা নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
এদিকে, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে এলাকাবাসী বাঁধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে স্থানীয়রা।এ বিষয়ে আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, প্রতিবন্ধী যুবকের মরদেহের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় লাশ তাদের হেফাজতে দেওয়া হয়েছে।