চলমান এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

- আপডেট সময় : ০৭:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৮০ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন,ক্রাইম রিপোর্টার, সাতক্ষীরা:-
চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাসমূহ বাতিলের দাবিতে সাতক্ষীরায় শহীদ আসিফ চত্তর খুলনা রোড মোড়ে মানববন্ধন ও মিছিল করেছে পরীক্ষার্থীরা।মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টায় সাতক্ষীরায় শহীদ আসিফ চত্তর খুলনা রোড মোড়ে সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করে।পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা দাবি করেন, তারা এখন আর কোনো পরীক্ষা দিতে চান না।
তাদের মূল্যায়ন করতে হবে। তাছাড়া আন্দোলন সংগ্রামে অনেক শিক্ষার্থী আহত হয়েছে এখন তাদের পরীক্ষায় বসা সম্ভব না।তাই তারা পরীক্ষা বাতিলের দাবি জানান।
তারা আরও বলেন, দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পরীক্ষায় বসতে চাই না।এই পরিস্থিতিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। তাই এইচএসসির স্থগিত পরীক্ষাগুলো বাতিল ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে খুব দ্রুত পরীক্ষার ফলাফল দেওয়া হোক। এই সময় উপস্থিত ছিলেন তামিম, আশরাফুল, ফরহাদ, শামীমা, ইসমতারা, মরিয়াম,ফারিয়া, জান্নাতুল, নাজমিন নাহার,
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে করেন সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা ডে নাইট কলেজ, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজসহ বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও করে পরীক্ষার্থীরা প্রমুখ।।