সংবাদ শিরোনাম :
তানোর গোল্লাপাড়া বাজারে শৃঙ্খল ভাবে ছাত্রদের ট্রাফিকের দায়িত্ব পালন

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৯০ বার পড়া হয়েছে

মো:এরশাদ আলী,স্টাফ রিপোর্টার:-
রাজশাহী জেলাধীন তানোর উপজেলার তানোর পৌরসভার অর্ন্তগত তানোর গোল্লাপাড়া বাজারে গতকাল ছাত্ররা জনগনের নিরাপত্তার জন্য এবং বাজারের রাস্তার সুশৃঙ্খলা বাজায় রাখতে ট্রাফিকের ভুমিকা সফলতার সহিত পালন করেছেন। দেখা যায় যে তানোর থানার তিন মাথা মোড় থেকে তানোর টু রাজশাহী গামী রাস্তার গোল্লাপাড়া বাজারের কামার পট্টি পর্যন্ত অনেক ছাত্র মিলে রাস্তায় বিভিন্ন জায়গায় দাড়িয়ে জনসাধারণের চলা ফেরায় ও সকল ধরনের যান বাহন চলাচলে ট্রাফিকেদের মত করেই নিয়ম অনুসারে দায়িত্ব পালন করেন। এতে রাস্তার যানযট মুক্ত দেখে অনেক দিন পর শান্তিতে রাস্তায় চলাফেরা ও বাজার করতে পেরে জনসাধারণ অনেক খুশি হন। পুরো বাজার ঘুরে দেখা যায় যে শান্তি শৃঙ্খলভাবেই ব্যবসায়ী গণ এবং জনসাধারণ দ্রব্য ক্রয় বিক্রয় করেন।