ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন কুঁড়ি ও মার্কস অলরাউন্ডার কৃতিত্বে ফেনীর দুই শিক্ষার্থী কুতুবদিয়া কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাজাপুরে ধানের শীষের পক্ষে গোলাম আজম সৈকতের গণসংযোগ শার্শায় সাংবাদিক মনি’র মুক্তির দাবিতে মানববন্ধন কাউখালি বেকুটিয়ায় বিশ্ব নদী দিবস ২০২৫ইং পালিত শাল্লায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম’র উপজেলা শাখায় কমিটি গঠন করা হয় বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে গ্রীন ভয়েসের মানববন্ধন কুলিয়া চরবালিথা মুনষ্টার তরুণ সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা উজিরপুরে বিএনপি নেতা বহিষ্কার: ধর্মীয় সম্প্রীতি ভাঙা ও কুকীর্তির গল্প শ্যামনগরে বিশ্ব নদী দিবসে মানববন্ধন অনুষ্ঠিত

সিএমপি পুলিশ সেবা কার্যক্রম সীমিত পরিসরে চালু

নিজেস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ:-
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জনগণ পুলিশ সেবা থেকে দীর্ঘ সময় বঞ্চিত। স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ৪/৫ দিন পর্যন্ত এখনো পুলিশ কর্মস্থল বিরতি রয়েছে। পুলিশ যেখানে জনগনকে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে উল্টো পুলিশেই য়েন নিরাপত্তাহীনতায় জীবন ঝুঁকিতে পড়ে। ছেড়ে যেতে বাধ্য হয় কর্মস্থল। পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে পুলিশ কর্মস্থানে ফিরছে।

আজ শুক্রবার (৯আগষ্ট) রাত পোনে ৮টায় সিএমপির জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিএমপির ১৬ টি থানার মধ্যে ১১টি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে।
কার্যক্রমের মধ্যে রয়েছে ১) চান্দগাঁও ২) বায়েজিদ বোস্তামী ৩) খুলশী ৪) পাঁচলাইশ ৫) সদরঘাট ৬) চকবাজার  ৭) বাকলিয়া ৮) পাহাড়তলী ৯) আকবরশাহ ১০) কর্ণফুলী ১১) বন্দর।

তিনি আরো বলেন,আগামীকাল থেকে ১২) হালিশহর ১৩) ডবলমুরিং ১৪) কোতোয়ালী (থানা প্রাঙ্গণে) কার্যক্রম সীমিত পরিসরে নিজস্ব ভবনে বা ভবনের সামনে শুরু হবে।

আগামীকাল থেকে যে থানার কার্যক্রম সীমিত পরিসরে একটি ফাঁড়িতে শুরু হবে-১৫) ইপিজেড থানা (নিউমুরিং ফাঁড়ি) নতুন ভবন খোঁজা হচ্ছে যে থানার কার্যক্রম শুরু করার জন্য- ১৬) পতেঙ্গা থানা।

উল্লেখ্য: সত্যকে হত্যা করা যায় না। ইতিহাস ধামাচাপ দিলেও নিশ্চিহ্ন করে মোছা যায় না। গত তিন দশকের দুই দশক আওয়ামী সরকারের স্বৈরাচার শাসন আমলে নির্বাহী নির্দেশের ফাঁকে ফাঁদে পড়ে পুলিশ প্রশাসন। বিরোধী রাজনৈতিক দলসমূহ জনগণ ও পুলিশের মধ্যে সৃষ্টি হয় দূরত্ব।

পুলিশ প্রশাসনকে বেআইনিভাবে ব্যবহার দলীয়করণ করা। আইনের শাসনকে কুক্ষিগত করে সরকারের নীতিহীন ব্যক্তিগত অপব্যবহার। বিরোধী রাজনীতি দলসমূসহদের দমন পিরনরণ হামলা মামলা জানমালের অপরিণীয় ক্ষয়ক্ষতিতে ব্যবহার করেছে প্রশাসনকে।

পর্যায়ক্রমে পরিস্থিতিতে জনগণ সাধারণ মানুষ প্রশাসন কর্তৃক চরম নিরাপত্তাহীনতা নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ নানা অনিয়ম অভিযোগের তীব্রতা তিক্ততায় প্রশাসন পুলিশের প্রতি তীব্র তিক্ততা ক্ষোভ প্রতিহিংসা সৃষ্টি হয়।

পুলিশ জনতা জনতাই পুলিশ। আইনের শাসন রক্ষায় শৃঙ্খলা আস্থা নিরাপত্তাহীনতায় হোক পুলিশের ধারাবাহিক রুটিন কর্মজীবন।

পুলিশ সততায় স্বচ্ছতায় কর্মগুনে আগের বিশ্বস্ততা গৌরব ও সমর্যাদা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। পুলিশ হোক জনগণের বন্ধু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

সিএমপি পুলিশ সেবা কার্যক্রম সীমিত পরিসরে চালু

আপডেট সময় : ০৯:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

মোহাম্মদ মাসুদ:-
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জনগণ পুলিশ সেবা থেকে দীর্ঘ সময় বঞ্চিত। স্বৈরাচার সরকারের পতনের পর থেকে ৪/৫ দিন পর্যন্ত এখনো পুলিশ কর্মস্থল বিরতি রয়েছে। পুলিশ যেখানে জনগনকে নিরাপত্তা দেওয়ার কথা সেখানে উল্টো পুলিশেই য়েন নিরাপত্তাহীনতায় জীবন ঝুঁকিতে পড়ে। ছেড়ে যেতে বাধ্য হয় কর্মস্থল। পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে পুলিশ কর্মস্থানে ফিরছে।

আজ শুক্রবার (৯আগষ্ট) রাত পোনে ৮টায় সিএমপির জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিএমপির ১৬ টি থানার মধ্যে ১১টি থানার কার্যক্রম সীমিত পরিসরে শুরু হয়েছে।
কার্যক্রমের মধ্যে রয়েছে ১) চান্দগাঁও ২) বায়েজিদ বোস্তামী ৩) খুলশী ৪) পাঁচলাইশ ৫) সদরঘাট ৬) চকবাজার  ৭) বাকলিয়া ৮) পাহাড়তলী ৯) আকবরশাহ ১০) কর্ণফুলী ১১) বন্দর।

তিনি আরো বলেন,আগামীকাল থেকে ১২) হালিশহর ১৩) ডবলমুরিং ১৪) কোতোয়ালী (থানা প্রাঙ্গণে) কার্যক্রম সীমিত পরিসরে নিজস্ব ভবনে বা ভবনের সামনে শুরু হবে।

আগামীকাল থেকে যে থানার কার্যক্রম সীমিত পরিসরে একটি ফাঁড়িতে শুরু হবে-১৫) ইপিজেড থানা (নিউমুরিং ফাঁড়ি) নতুন ভবন খোঁজা হচ্ছে যে থানার কার্যক্রম শুরু করার জন্য- ১৬) পতেঙ্গা থানা।

উল্লেখ্য: সত্যকে হত্যা করা যায় না। ইতিহাস ধামাচাপ দিলেও নিশ্চিহ্ন করে মোছা যায় না। গত তিন দশকের দুই দশক আওয়ামী সরকারের স্বৈরাচার শাসন আমলে নির্বাহী নির্দেশের ফাঁকে ফাঁদে পড়ে পুলিশ প্রশাসন। বিরোধী রাজনৈতিক দলসমূহ জনগণ ও পুলিশের মধ্যে সৃষ্টি হয় দূরত্ব।

পুলিশ প্রশাসনকে বেআইনিভাবে ব্যবহার দলীয়করণ করা। আইনের শাসনকে কুক্ষিগত করে সরকারের নীতিহীন ব্যক্তিগত অপব্যবহার। বিরোধী রাজনীতি দলসমূসহদের দমন পিরনরণ হামলা মামলা জানমালের অপরিণীয় ক্ষয়ক্ষতিতে ব্যবহার করেছে প্রশাসনকে।

পর্যায়ক্রমে পরিস্থিতিতে জনগণ সাধারণ মানুষ প্রশাসন কর্তৃক চরম নিরাপত্তাহীনতা নিপীড়ন নির্যাতন নিষ্পেষণ নানা অনিয়ম অভিযোগের তীব্রতা তিক্ততায় প্রশাসন পুলিশের প্রতি তীব্র তিক্ততা ক্ষোভ প্রতিহিংসা সৃষ্টি হয়।

পুলিশ জনতা জনতাই পুলিশ। আইনের শাসন রক্ষায় শৃঙ্খলা আস্থা নিরাপত্তাহীনতায় হোক পুলিশের ধারাবাহিক রুটিন কর্মজীবন।

পুলিশ সততায় স্বচ্ছতায় কর্মগুনে আগের বিশ্বস্ততা গৌরব ও সমর্যাদা ফিরে আসবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। পুলিশ হোক জনগণের বন্ধু।