দীর্ঘ ৪ দিনপর সাতক্ষীরা সদর থানা পুলিশের কার্যক্রম শুরু

- আপডেট সময় : ০৮:০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

জিএমআবু জাফর,নিজস্ব প্রতিনিধি:- দেশে চলমান অস্থিরতার মধ্যে পুলিশের ১১ দফা দাবিতে কর্মবিরতি চলছে।
শুক্রবার বিকাল ৫টা হইতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মতিউর রহমান সিদ্দিকীর নেতৃত্বে একাধিক পুলিশ কর্মকর্তা সাতক্ষীরা শহরের বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকারী ছাত্রদের সাথে পরামর্শমূলক আলোচনা করেন।
এসময় তিনি ছাত্রসহ উপস্থিত জনতার সামনে সাতক্ষীরা পুলিশকে জনগণের পুলিশ হিসাবে গড়ে তোলার কথা বলেন। তিনি আরও বলেন সাতক্ষীরা জেলা পুলিশের কোনো নিরাপত্তার প্রয়োজন নেই কারন হিসাবে তিনি বলেন সাতক্ষীরার পুলিশ আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়ে আসছিলো।
এই সংক্ষিপ্ত আলোচনায় তিনি সাতক্ষীরা জেলার সার্বিক পরিস্থিতির উন্নয়নে পুলিশ সবধরনের কাজ করবে বলে অঙ্গীকার করেন এবং জনগণের সহযোগিতা প্রার্থনা করেন।পরে বিকাল ৫:৩০ মিনিটে তিনি সাতক্ষীরা সদর থানা পরিদর্শন করেন।