নীলফামারীতে শান্তি শৃঙ্খলা সম্প্রতি রক্ষায় শান্তি মিছিল

- আপডেট সময় : ০৬:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি:-
নীলফামারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় উপলক্ষে শান্তি শৃঙ্খলা সম্প্রতি ও পরিবেশ বজায় রাখার দাবীতে বিজয় ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) দুপুরে নীলফামারীর সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি নীলফামারী কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো (শহীদ মিনারে এসে শেষ হয়।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এতে অংশ নেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহরুল আলম জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। দেশ ছেড়ে পালিয়েছে। ঐতিহাসিক এই ঘটনার বিজয় উদযাপনে নীলফামারীতে সর্বস্তরের মানুষ বিজয় মিছিল করেছে। বিএনপি শান্তি শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক সম্প্রতি যাতে নষ্ট না হয়, এনিয়ে কাজ শুরু করছে।
জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার জানান, ‘নীলফামারীতে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সামাজিক সম্প্রতি রক্ষায় বিএনপিসহ সকলের সমন্বয়ে কাজ করা হচ্ছে পাড়া মহল্লায়। কারণ একটি গোষ্ঠী সরকার পতনের সাথে সাথে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত থেকে দলের বদনাম করছে।