৩ বছর পড়ে আছে দর্শনার ইমিগ্রেশন ভবন

- আপডেট সময় : ০৮:২১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-তিন বছরেও চালু হয়নি চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের নতুন ভবন। ফলে বিচিত্র দুর্ভোগ পোহাতে হচ্ছে পাসপোর্টধারী যাত্রীদের। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, নতুন ভবনে বেশকিছু ত্রুটি রয়েছে। আর ত্রুটি থাকলে তা সমাধানের আশ্বাস দিয়েছে গণপূর্ত বিভাগ।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের জয়নগর চেকপোস্টটি চালু হয় ১৯৮৭ সালে। তখন থেকেই ছোট একটি ভবনে ইমিগ্রেশনের যাবতীয় কার্যক্রম চলে আসছে। জেলা পুলিশ এই চেকপোস্টে ইমিগ্রেশনের যাবতীয় কাজ করে। এই সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী বেড়ে যাওয়ায় নতুন ইমিগ্রেশন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। ২০১৭ সালে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়ে ২০২১ সালে শেষ হয়। তবে নানা জটিলতায় নতুন ভবনে কার্যক্রম শুরু করা যায়নি। এতে বিচিত্র দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। ভবনটি চালুর আগেই কিছু জিনিস নষ্ট হয়ে যাচ্ছে। গণপূর্ত বিভাগের অসহযোগিতায় ভবনটি বুঝে নেওয়া যাচ্ছে না বলে জানান চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ।
তবে এই অভিযোগ অস্বীকার করে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মা. মহসীন জানিয়েছেন, তিন বছর আগেই ইমিগ্রেশন কর্তৃপক্ষকে ভবনটি বুঝে নিতে চিঠি দেয়া হয়। তবে তারা ভবনটি বুঝে নেননি। এসময় ভবনে কোনো সমস্যা থাকলে সমাধানেরও আশ্বাস দেন তিনি