সাতক্ষীরাতে সাংবাদিক মোঃ আবু রায়হান ও তার পরিবারে উপরে হামলা

- আপডেট সময় : ০৯:৪৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:-
কলারোয়া উপজেলা যুগি খালী গ্রামের রোজ সময় সকাল ৮ ঘটিকার বৃহস্পতিবার ১/৮/২০২৪ ভূমি দস্যু খালেক ঢালী ও তার স্ত্রী ও তার বোন ও বেটার বউ সহ দা কুরাল নিয়ে হামলা চালায় এবং ইট পাটকেল নিক্ষেপ করেন সাংবাদিক আবু রায়হান ও তার ভাই ও পিতার উপরে ইট পাটকেল সুরে সুরে মারে খালেক ঢালির স্ত্রী ও তার বোন ও বেটার বউ এ থেকে ইট পাটকেল ছুড়ে সাংবাদিক আবু রায়হানের ডান হাতের কাঁধে একটি ইট এসে লেগে কঠিনভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং ও তার সাংবাদিক আবু রায়হান রাস্তা দিয়ে হেঁটে কাজের অনুসন্ধানের দিকে যেতে ছিল সেসময় তার বোন লাঠি নিয়ে সাংবাদিক আবু রায়হানের উপর আঘাত করে এবং হামলা করে সাংবাদিক আবু রায়হানের উপরে মিথ্যা মামলা এবং জীবননাশের হুমকি দিয়ে বিভিন্ন রকম কটুক্তি করে ঘটনা হিসেবে পরিণত করেন এ থেকে এই ভূমিদস্য কর্তৃপক্ষকে জোর দাবি জানাই সরকার ও রাষ্ট্র বাহাদুরের কাছে জোর দাবি জানাই ও কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাই এই সাংবাদিক আবু রায়হানের উপরে হামলা চালাইছে এ থেকে কঠোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই এলাকাবাসী