তালায় বসত ভিটা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত পিতা ও কন্যা

- আপডেট সময় : ০৯:২২:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে

জিএমআবু জাফর, সাতক্ষীরা প্রতিনিধি : ভিটা বাড়ির জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা ও মেয়ে আহত। আহতরা হলেন মেঘনা সুলতানা ( ২৭ ) স্বামী আবদুল্লাহ আল মামুন, ইমান আলী সাং এনায়েতপুর উপজেলা তালা। ঘটনা সূত্রে জানাযায় তালা উপজেলার এনায়েতপুর গ্রামের ইমান আলীর বসত ভিটার জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে একই গ্রামের ভূমিদস্যুরা।
বুধবার ৩১শে জুলাই ভিটাবাড়ির বিশ শতক জমি যার দাগনং মৌজা ধান্দিয়া কৃষ্ণনগর, জে এল নাম্বার দুই , সাবেক দাগ ১৯০৯ বর্তমান হাল ৪১২০। সবুজ গাজী ২৫, পিতা এরশাদ গাজী। সোহেল গাজী, পিতা আহসান গাজী, ডাক্তার মাহফুজুর রহমান, মর্জিনা খাতুন স্বামী আসাদ আলী গাজী, উভয় সাং এনায়েতপুর সানতলা এর নেতৃত্বে। এসয় ইমান আলী ও তার মেয়ে মেঘনা সুলতানা বাধা দিলে সন্ত্রাসীরা ওদের ব্যাপক মারপিট করে মারাত্মক আহত করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এবিষয়ে সাংবাদিককে মেঘনা সুলতানা বলেন আমার গলায় থাকা স্বর্ণের চেইন, মোবাইল ফোন কানের দুল ছিনিয়ে নেয় যার মূল্য লক্ষধিক টাকা এবং উল্লেখ্য ব্যাক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে