কালীগঞ্জে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ভাতিজার দায়ের কোপে চাচা সহ আহত-৩

- আপডেট সময় : ০৫:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

মোঃ মহাসিন, নিজস্ব, প্রতিনিধি: ভাই বোনের সঙ্গে জমিজমা সংক্রান্ত দীর্ঘ দিনের বিরোধকে কেন্দ্র করে প্রবাস ফেরত ভাতিজি বাপ্পির বেধড়ক পিটুনি, দায়ের কোপে আপন চাচা আজমিরসহ আহত ৩ ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৯ জুলাই)বিকাল সোয়া ৬ টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রাম রহিমপুর গ্রামে। উক্ত ঘটনায় গুরুতর আহতদের রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক শিহাব উদ্দিন পুলিশ ফোর্স নিয়ে ঘটনা স্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গুরুতর আহতরা হলো বাজার গ্রাম রহিমপুর গ্রামের মৃত বাবর আলী গাজীর পুত্র আজমির হোসেন (৪৫) তার শিশু কন্যা আজমিরা খাতুন (১২) এবং ভগ্নিপতি ফিরোজ গাজীর স্ত্রী লাকি বেগম( ৩০) এদের মধ্যে আজমির হোসেন এবং তার শিশু কন্যা আজমিরা খাতুনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নং কেবিনে ভর্তি করা হলেও আহত লাকি বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। উক্ত ঘটনায় গত মঙ্গলবার রাতে উভয়পক্ষ পৃথক পৃথক ভাবে থানায় দুইটি এজাহার দায়ের করলেও থানা পুলিশ মামলা না নিয়ে ফেরত পাঠানো হয়। থানার লিখিত এজাহার সূত্রে এবং বাজার গ্রাম রহিমপুর গ্রামের জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম, হালিমা খাতুন, জাহানারা খাতুন সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানায় বাবার জমি কেনা কে কেন্দ্র করে বাজার গ্রাম রহিমপুর গ্রামের মৃত বাবুর আলী গাজীর পুত্র আজমির হোসেন এবং সাজিম গাজীর সঙ্গে দীর্ঘ ২৫ বছর যাবত বিরোধ চলে আসছে। উক্ত জমি নিয়ে থানায় মীমাংসার জন্য একাধিকবার থানা পুলিশ নিয়ে বিচার সালিশ করে ব্যর্থ হওয়ায় দুই ভাইয়ের পরিবারের মধ্যে যুদ্ধ যুদ্ধ খেলা বিরাজ করছে। সোমবার বিকাল আনুমানিক ৫ টার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে বড় ভাই সাজিম গাজীর প্রবাস ফেরত পুত্র বাপ্পি (২৬) সালমা পারভীন, আনোয়ারা বেগম সহ অজ্ঞাত ৩/৪ জন লোক হাতে অবৈধভাবে দা, লাঠি,,শাবল নিয়ে আজমিরের বাড়িতে প্রবেশ করে বেধড়ক পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত দখল করে। ওই সময় থানা পুলিশ বহনকারী সাজিম খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে সেও বেধড়ক পিটিয়ে যখম করে। এ ব্যাপারে প্রতিপক্ষ বড় ভাই সাজিম গাজীর নিকট জানতে চাইলে তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে জানান। তবে ছেলে বাপ্পির খবর পেয়ে দ্রুত বাড়ি চলে এসে উল্টো মারপিটের দাবি করে তাদেরকে বেধড়ক পিটিয়েছে বলে জানান। হাসপাতালে আহত আজমির হোসেনের নিকট ঘটনার সত্যতা জানার জন্য গেলে তিনি জানান আমার বড় ভাই সঙ্গে জমি ভাই, বোনেদের ফাঁকি দিয়ে বাবার নিকট থেকে লিখে নেওয়া জমি নিয়ে দীর্ঘদিন বিরত চলে আসছে বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় চেয়ারম্যান থানা পুলিশ বিচার করলেও বড় ভাই সেটা মানতে নারাজ ছেলে বিদেশ থেকে বাড়ি এসে জমি দখলের জন্য এই মারপিটের ঘটনা ঘটিয়েছে বলে সাংবাদিকদের জানান