কেশবপুরে ২১৬ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করলেন এমপি আজিজুল

- আপডেট সময় : ০৭:২৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল নোমান কেশবপুর (যশোর) প্রতিনিধিয: শোরের কেশবপুরে ২১৬ জন গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে ওই বাইসাইকেল বিতরণের উদ্বোধন করেন, যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, পৌরসভার কাউন্সিলর কবির হোসেন প্রমুখ। পরে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ৬৭ জন ব্যক্তিকে ৬৭টি ভ্যান বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য আজিজুল ইসলাম। একইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে গরীব মেধাবী ২০ জন শিক্ষার্থীর মাঝে জাতীয় সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে প্রাপ্ত পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন সংসদ সদস্য আজিজুল ইসলাম।