সংবাদ শিরোনাম :
গাংনীর যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে মাসুদ রানা (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। যুবক মাসুদ কাজীপুর গ্রামের কলেজপাড়ার মহিবুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের একটি লিচু গাছের ডাল থেকে মাসুদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, এদিন সকালের দিকে একটি লিচু গাছের ডালে গলায় রশি পেঁচানাে অবস্থায় মাসুদ রানার মরদেহ ঝুলতে দেখে কয়েজন ব্যক্তি। মাসুদ রানা ছিল মাদকাসক্ত। একারণে সে অনেকটা মানুষিক ভাবে বিপর্যস্ত ছিল। এজন্য সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হয়।গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, মাসুদ রানার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।