হরিপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় উদ্বোধন

- আপডেট সময় : ১১:১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী,হরিপুর প্রতিনিধি(ঠাকুরগাঁও)
“দুনিয়ার মজদুর এক হও শ্রমিক ঐক্য জিন্দাবাদ” এই প্রতিপাদ্যে
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে সন্ধ্যা ৬:৩০ মিনিটে হরিপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন হরিপুর হাসপাতাল সংলগ্ন নিজস্ব কার্যালয় এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম সুজন, জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-০২ ও প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল কাইয়ুম পুষ্প, চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা । অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ কামাল হোসেন, হরিপুর-ঠাকুরগাঁও।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম আলমগীর, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, হরিপুর ঠাকুরগাঁও। আরও উপস্থিত ছিলেন মোঃ আনিসুজ্জামান শান্ত, জেলা সদস্য, ঠাকুরগাঁও মোঃ মনোয়ারুল ইসলাম রিপন যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ হরিপুর ঠাকুরগাঁও সহ অত্র সংগঠনের সকল সদস্যগণ।
উক্ত সভায় মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রধান উপদেষ্টা মোহাম্মদ মাজহারুল ইসলাম সুজন আব্দুল কাইয়ুম পুষ্প ও এসএম আলমগীর কে হরিপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হিসেবে নাম ঘোষণা করেন।সঞ্চালনার ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম সাধারণ সম্পাদক হরিপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হরিপুর-ঠাকুরগাঁও।