ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়া কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাজাপুরে ধানের শীষের পক্ষে গোলাম আজম সৈকতের গণসংযোগ শার্শায় সাংবাদিক মনি’র মুক্তির দাবিতে মানববন্ধন কাউখালি বেকুটিয়ায় বিশ্ব নদী দিবস ২০২৫ইং পালিত শাল্লায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম’র উপজেলা শাখায় কমিটি গঠন করা হয় বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে গ্রীন ভয়েসের মানববন্ধন কুলিয়া চরবালিথা মুনষ্টার তরুণ সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা উজিরপুরে বিএনপি নেতা বহিষ্কার: ধর্মীয় সম্প্রীতি ভাঙা ও কুকীর্তির গল্প শ্যামনগরে বিশ্ব নদী দিবসে মানববন্ধন অনুষ্ঠিত পবিপ্রবিতে নারী শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ-সুবিধা চালু

রেসলিং থেকে অবসরের ঘোষণা দিলেন জন সিনা

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া

জন সিনা রেসলিং দুনিয়ায় কিংবদন্তি এক নাম। রেসলিংকে বিদায় জানালেন ১৬ বারের চ্যাম্পিয়ন জন সিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। শনিবার টরন্টোর স্কোটিয়াব্যাঙ্ক অ্যারেনায় ডব্লিউডব্লিউই এর মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে অবসরের ঘোষণা দিয়েছেন ৪৭ বছর বয়সী এই রেসলার।

মানি ইন দ্য ব্যাঙ্ক অনুষ্ঠানে স্পেশাল এন্ট্রি নেন। এবং তিনি রিংয়ে প্রবেশের সময় একটি তোয়ালে তুলে ধরেন। যেখানে লেখা, ‘এবার শেষ সময়’। তাঁর টিশার্টে লেখা ছিল, জন সিনার ফেয়ারওয়েল ট্যুর ২০২৫।

সবাইকে চমকে দিয়ে জন সিনা দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘দুই যুগের বেশ সময় ধরে আমি ডাব্লিউডাব্লিউই তে এবং এটাই সময়। যখন কেউ আমার নাম জানতো না, কেউ বন্ধু হতে চাইতো না তখন আমার পাশে ছিল ফ্যান্সরা। আমি এই সময়ে একটা জিনিস দেখেছি, শীত হোক বা গ্রীষ্ম সমর্থকরা সবসময় থাকেন।’ এরপরই জন সিনা জানান ২০২৫ সালের রয়্যাল রাম্বল, এলিমিনেশন চেম্বার এবং রেসেলম্যানিয়া ৪১ এ শেষবার প্রতিদ্বোন্দ্বিতা করতে নামবেন নামবেন রেসলিং রিংয়ে।

২০০২ সালে রেসলিংয়ে আত্মপ্রকাশ ঘটে জন সিনার। এরপর দ্রুত ভক্তদের জায়গা করে নেন। হয়ে ওঠেন তুমুল জনপ্রিয়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি রেসলিং ছেড়ে অভিনয়ের দিকে নজর দেন। ২০১৮ সাল থেকে তিনি পার্টটাইম অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে অভিনয়ে আরও বেশি সময় দিচ্ছেন তিনি। সিনা যুক্ত হয়েছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্রাঞ্চাইজিতে। এছাড়া বার্বি, ড্যাডিস হোম সিনামাতেও দেখা গেছে জন সিনাকে। পরবর্তীতে অভিনয়ে বেশি সময় দিলেও কখনো রেসলিং থেকে লম্বা সময়ের জন্য বিরতি নেননি। পেশাদার রেসলিং থেকে জন সিনার এই অপ্রত্যাশিত অবসরের ঘটনায় চমকে গেছেন তার ভক্তরা।

জন সিনা ১৩ বার ডব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনবার। ডব্লিউডব্লিউয়ের ইতিহাসে রিক ফ্লেয়ার ও জন সিনা সমান ১৬বার চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছাড়া ডব্লিউডব্লিউই এর অন্য সব বেল্টও জিতেছেন সিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

রেসলিং থেকে অবসরের ঘোষণা দিলেন জন সিনা

আপডেট সময় : ০৭:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া

জন সিনা রেসলিং দুনিয়ায় কিংবদন্তি এক নাম। রেসলিংকে বিদায় জানালেন ১৬ বারের চ্যাম্পিয়ন জন সিনা। এর মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিনি। শনিবার টরন্টোর স্কোটিয়াব্যাঙ্ক অ্যারেনায় ডব্লিউডব্লিউই এর মানি ইন দ্য ব্যাংক পে-পার-ভিউতে অবসরের ঘোষণা দিয়েছেন ৪৭ বছর বয়সী এই রেসলার।

মানি ইন দ্য ব্যাঙ্ক অনুষ্ঠানে স্পেশাল এন্ট্রি নেন। এবং তিনি রিংয়ে প্রবেশের সময় একটি তোয়ালে তুলে ধরেন। যেখানে লেখা, ‘এবার শেষ সময়’। তাঁর টিশার্টে লেখা ছিল, জন সিনার ফেয়ারওয়েল ট্যুর ২০২৫।

সবাইকে চমকে দিয়ে জন সিনা দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘দুই যুগের বেশ সময় ধরে আমি ডাব্লিউডাব্লিউই তে এবং এটাই সময়। যখন কেউ আমার নাম জানতো না, কেউ বন্ধু হতে চাইতো না তখন আমার পাশে ছিল ফ্যান্সরা। আমি এই সময়ে একটা জিনিস দেখেছি, শীত হোক বা গ্রীষ্ম সমর্থকরা সবসময় থাকেন।’ এরপরই জন সিনা জানান ২০২৫ সালের রয়্যাল রাম্বল, এলিমিনেশন চেম্বার এবং রেসেলম্যানিয়া ৪১ এ শেষবার প্রতিদ্বোন্দ্বিতা করতে নামবেন নামবেন রেসলিং রিংয়ে।

২০০২ সালে রেসলিংয়ে আত্মপ্রকাশ ঘটে জন সিনার। এরপর দ্রুত ভক্তদের জায়গা করে নেন। হয়ে ওঠেন তুমুল জনপ্রিয়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি রেসলিং ছেড়ে অভিনয়ের দিকে নজর দেন। ২০১৮ সাল থেকে তিনি পার্টটাইম অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। বর্তমানে অভিনয়ে আরও বেশি সময় দিচ্ছেন তিনি। সিনা যুক্ত হয়েছেন ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্রাঞ্চাইজিতে। এছাড়া বার্বি, ড্যাডিস হোম সিনামাতেও দেখা গেছে জন সিনাকে। পরবর্তীতে অভিনয়ে বেশি সময় দিলেও কখনো রেসলিং থেকে লম্বা সময়ের জন্য বিরতি নেননি। পেশাদার রেসলিং থেকে জন সিনার এই অপ্রত্যাশিত অবসরের ঘটনায় চমকে গেছেন তার ভক্তরা।

জন সিনা ১৩ বার ডব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনবার। ডব্লিউডব্লিউয়ের ইতিহাসে রিক ফ্লেয়ার ও জন সিনা সমান ১৬বার চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছাড়া ডব্লিউডব্লিউই এর অন্য সব বেল্টও জিতেছেন সিনা।