গৃহকর্মী নিয়োগে সুখবর দিলো কুয়েত

- আপডেট সময় : ০৫:০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। অনেকটা সময় পর দেশটি নিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য নতুন ঘোষণা দিয়েছে। এবার গৃহকর্মী নিয়োগ সহজ করতে ফি কমানো হয়েছে। দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জানা গেছে, গৃহকর্মী নিয়োগ সহজ করতে ফি কমানো হয়েছে। দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।নতুন পদক্ষেপ অনুসারে, কুয়েতে গৃহকর্মী নিয়োগের জন্য ফিলিপাইনের নাগরিকদের জন্য ফি কমানো হয়েছে। বর্তমানে এ ফি ৭০০ কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ৬৯ হাজার টাকা। এবং দেশটির ধার্য করা এ অর্থের মধ্যে বিমান ভাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে নতুন এই ব্যবস্থায় কিছুটা হতাশ হবেন শ্রীলঙ্কানরা। কেননা শ্রীলঙ্কার গৃহকর্মীদের নিয়োগ ফি কিছুটা বেড়েছে। ভ্রমণ টিকেটের খরচসহ শ্রীলঙ্কান গৃহকর্মীদের জন্য ৭৫০ দিনার ফি নির্ধারণ করেছে কুয়েত। বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ ৮৮ হাজার টাকার বেশি গুণতে হবে লঙ্কান গৃহকর্মীদের।আরও জানা যায় শুধু গৃহকর্মী ই নয় ড্রাইভার বা বাবুর্চিদেরও নিয়োগের ফি ১৮০ দিনার নির্ধারণ করা হয়েছে। এবং এই ফিতেও অন্তর্ভুক্ত আছে ভ্রমণের টিকেট।
তবে গৃহকর্মী ভিসা পরিবর্তনের ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দিয়েছে দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা। বলা হয়েছে, গৃহকর্মীদের অবশ্যই বর্তমান মালিকের কর্মস্থলে এক বছর পূর্ণ হতে হবে। এবং অনত্রে কাজের জন্য বর্তমান মালিকের অনুমতিপত্র নিতে হবে। এছাড়া, ৫০ কুয়েতি দিনার সরকারি ফি এবং প্রতি বছর আকামা নবায়নের সময় ১০ দিনার ফি দিতে হবে।এদিকে দীর্ঘদিন অপেক্ষায় থাকা কুয়েতের লাখো প্রবাসী বাংলাদেশি ভিসা পরিবর্তনের সুযোগ দেওয়ার খবরে বেশ উচ্ছ্বসিত । কমিউনিটির বিশিষ্টজনরা মনে করছেন, শর্তগুলো যদি সহজ হয় এবং মালিক অনুমতি দিলে যারা বিভিন্ন কাজে দক্ষ, তারা প্রাইভেট সেক্টরে ভিসা পরিবর্তন করে ইনকাম বাড়াতে পারবেন। এতে করে দেশের রেমিট্যান্সের পরিমাণও বৃদ্ধি পাবে।