বসন্তপুর নদীবন্দরের কার্যক্রম পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়

- আপডেট সময় : ০৯:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

জিএমআবু জাফর (নিজস্ব প্রতিনিধি)
৪ জুলাই কালিগঞ্জ থানাধীন বসন্তপুর নদীবন্দর পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি মহোদয়। প্রতিমন্ত্রী মহোদয়কে স্বাগত জানান সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব ডাঃ আ.ফ.ম রুহুল হক, এম.পি, সাতক্ষীরা-৩,জনাব আশরাফুজ্জামান আশু, এম.পি, সাতক্ষীরা-২, জনাব ফিরোজ আহমেদ স্বপন, এম.পি, সাতক্ষীরা-১, জনাব এসে.এম আতাউল হক দোলন, এম.পি, সাতক্ষীরা-৪, জনাব লায়লা পারভীন সেঁজুতি, এম.পি,সংরক্ষিত মহিলা আসন, জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক, সাতক্ষীরা, বীর মুক্তিযোদ্ধা জনাব এ.কে ফজলুল হক, সাবেক সংসদ সদস্য ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, সাতক্ষীরা জেলা শাখা, জনাব আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, চেয়ারম্যান, জেলা পরিষদ, সাতক্ষীরা, জনাব মোঃ শাহিন,পুলিশ পরিদর্শক(নি:), অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।