ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন কুঁড়ি ও মার্কস অলরাউন্ডার কৃতিত্বে ফেনীর দুই শিক্ষার্থী কুতুবদিয়া কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাজাপুরে ধানের শীষের পক্ষে গোলাম আজম সৈকতের গণসংযোগ শার্শায় সাংবাদিক মনি’র মুক্তির দাবিতে মানববন্ধন কাউখালি বেকুটিয়ায় বিশ্ব নদী দিবস ২০২৫ইং পালিত শাল্লায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম’র উপজেলা শাখায় কমিটি গঠন করা হয় বিশ্ব নদী দিবস ২০২৫ উপলক্ষে গ্রীন ভয়েসের মানববন্ধন কুলিয়া চরবালিথা মুনষ্টার তরুণ সংঘের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা উজিরপুরে বিএনপি নেতা বহিষ্কার: ধর্মীয় সম্প্রীতি ভাঙা ও কুকীর্তির গল্প শ্যামনগরে বিশ্ব নদী দিবসে মানববন্ধন অনুষ্ঠিত

পিচের মাটি খাওয়ার কারণ জানালেন রোহিত

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া

প্রায় দেড় যুগের অপেক্ষা ঘুচিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতকে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন রোহিত শর্মা। ২৯ জুন রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর পিচের মাটি মুখে পুরেছিলেন ভারত অধিনায়ক। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি হয়েছে কৌতুহল। সমর্থকদের অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি রোহিত। জানিয়েছেন তার মাটি খাওয়ার কারণ।

বিশ্বকাপ জয়ের পর ক্যারিবিয়ানে ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন করেন রোহিত। সে সময় চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করেন তিনি। কথা বলেন, পিচের মাটি মুখে নেয়া নিয়েও।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) মঙ্গলবার (২ জুলাই) প্রকাশিত ভিডিওতে রোহিত বলেন, ‘কোনো কিছু আগে থেকে ঠিক করা ছিল না। আমার যেমন মনে হয়েছে, তেমন করেছি। উপভোগ করছিলাম মুহূর্তটা। ওই পিচ আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছে। এই মাঠ, এই পিচ আমি ভুলতে পারব না। তাই এর একটা অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি কিছু একটা নিয়ে যেতে চাইছিলাম। সেই কারণেই মাটি খেয়েছিলাম।’

এর আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপ জয়ের খুব কাছে ছিল ভারত। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর ফাইনালে উঠেছিল তারা। কিন্তু শিরোপার মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন ভেঙে যায়। দলকে এক যুগ পর ওয়ানডে বিশ্বকাপের ট্রফি জেতানো থেকে বঞ্চিত হন রোহিত। এরপরের সময়টা তার কেটেছে মনের সঙ্গে যুদ্ধ করে। বিশেষ করে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বও হারিয়েছিলেন।

তবে সব দুঃস্মৃতি পেছনে ফেলে অবশেষে ভারতকে একটি ট্রফি এনে দিতে পেরেছেন তিনি। প্রোটিয়াদের হারানোর পর বাঁধভাঙা উল্লাসে ফেটে না পড়ে শুয়ে পড়েছিলেন মাঠে। সে মুহূর্তের একটি ছবিটা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ওই মুহূর্ত নিয়ে রোহিত বলেন, ‘এই ছবিটাই বুঝিয়ে দেয় আমার মনের মধ্যে কী চলছে। অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু কিছুই বলতে পারছি না। আমি বোঝাতে পারব না শনিবারটা (২৯ জুন) আমার কাছে কী। আমি সে সব ভাগ করে নেব। কিন্তু এখন আমি কোটি কোটি মানুষের মতো স্বপ্নের জগতে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

পিচের মাটি খাওয়ার কারণ জানালেন রোহিত

আপডেট সময় : ০৭:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া

প্রায় দেড় যুগের অপেক্ষা ঘুচিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভারতকে দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন রোহিত শর্মা। ২৯ জুন রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর পিচের মাটি মুখে পুরেছিলেন ভারত অধিনায়ক। যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি হয়েছে কৌতুহল। সমর্থকদের অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় রাখেননি রোহিত। জানিয়েছেন তার মাটি খাওয়ার কারণ।

বিশ্বকাপ জয়ের পর ক্যারিবিয়ানে ট্রফি নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন করেন রোহিত। সে সময় চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি প্রকাশ করেন তিনি। কথা বলেন, পিচের মাটি মুখে নেয়া নিয়েও।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) মঙ্গলবার (২ জুলাই) প্রকাশিত ভিডিওতে রোহিত বলেন, ‘কোনো কিছু আগে থেকে ঠিক করা ছিল না। আমার যেমন মনে হয়েছে, তেমন করেছি। উপভোগ করছিলাম মুহূর্তটা। ওই পিচ আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েছে। এই মাঠ, এই পিচ আমি ভুলতে পারব না। তাই এর একটা অংশ আমি নিজের কাছে রাখতে চেয়েছিলাম। এই মুহূর্তগুলো খুবই স্পেশাল। আমার স্বপ্ন সত্যি হয়েছিল। আমি কিছু একটা নিয়ে যেতে চাইছিলাম। সেই কারণেই মাটি খেয়েছিলাম।’

এর আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপ জয়ের খুব কাছে ছিল ভারত। টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর ফাইনালে উঠেছিল তারা। কিন্তু শিরোপার মঞ্চে অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্ন ভেঙে যায়। দলকে এক যুগ পর ওয়ানডে বিশ্বকাপের ট্রফি জেতানো থেকে বঞ্চিত হন রোহিত। এরপরের সময়টা তার কেটেছে মনের সঙ্গে যুদ্ধ করে। বিশেষ করে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বও হারিয়েছিলেন।

তবে সব দুঃস্মৃতি পেছনে ফেলে অবশেষে ভারতকে একটি ট্রফি এনে দিতে পেরেছেন তিনি। প্রোটিয়াদের হারানোর পর বাঁধভাঙা উল্লাসে ফেটে না পড়ে শুয়ে পড়েছিলেন মাঠে। সে মুহূর্তের একটি ছবিটা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ওই মুহূর্ত নিয়ে রোহিত বলেন, ‘এই ছবিটাই বুঝিয়ে দেয় আমার মনের মধ্যে কী চলছে। অনেক কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু কিছুই বলতে পারছি না। আমি বোঝাতে পারব না শনিবারটা (২৯ জুন) আমার কাছে কী। আমি সে সব ভাগ করে নেব। কিন্তু এখন আমি কোটি কোটি মানুষের মতো স্বপ্নের জগতে।’