রোনালদোর পেনাল্টি মিসের পরও শেষ আটে পর্তুগাল

- আপডেট সময় : ১২:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
পর্তুগাল ও স্লোভেনিয়ার ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কোনো গোল হয়নি। টাইব্রেকারে স্লোভেনিয়া প্রথম তিনটি শটেই গোল করতে ব্যর্থ হয়। অন্যদিকে, পর্তুগালের হয়ে রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ এবং বের্নার্দো সিলভা গোল করেন। ফলস্বরূপ, টাইব্রেকারে ৩-০ ব্যবধানে জয় নিয়ে পর্তুগাল ইউরোর কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে খেলার শেষ মিনিটে (১০৫) পেনাল্টি পেয়েছিল পর্তুগাল। ফুটবলের পেনাল্টির ইতিহাসে দেড়শ গোলের মাইলফলক ছোঁয়া, সর্বশেষ ১৩ পেনাল্টিতেই গোল করা রোনালদো সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি। স্লোভেনিয়া গোলকিপার ইয়ান ওবলাক কি না রীতিমতো ছোঁ মেরে বলটা ঠেকিয়ে দিলেন।
এরপর পেনাল্টি শুটআউটের পালা। যেখানে দলের পুরো ভার নিজের কাঁধে তুলে নেন পোর্তোর গোলরক্ষক কস্তা। ইউরোর ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে তিনটি স্পট কিক ঠেকিয়ে দলকে তোলেন কোয়ার্টার-ফাইনালে।আগামী শুক্রবার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল।