চুয়াডাঙ্গা মাদক বিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইন জব্দ
- আপডেট সময় : ০৯:১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় দামুড়হুদা মডেল থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব মোঃ আলমগীর কবীর, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ রিয়াজুল ইসলাম, এএসআই(নিঃ)/ বিপ্লব কুমার দাস, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযানে আজ ০১ জুলাই ২০২৪ খ্রিঃ রাত ২১:১৫ ঘটিকায় দামুড়হুদা থানাধীন হাউলী গ্রামস্থ তিন রাস্তার মোড় ঈদগাহের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ শরিফুল আলম (৪১), পিতা- মৃত তৈয়ব আলী, ২। মোঃ জহুরুল ইসলাম (৩৫), পিতা- মৃত আবুল কালাম, উভয় সাং- দশমী, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গাদ্বয়’কে ১০ (দশ) গ্রাম হেরোইন (মূল্য আনুমানিক ৮০,০০০/- টাকা) সহ হাতেনাতে আটক করে।গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।
























