চুয়াডাঙ্গায় জীবননগরে গলায় ওড়না পেঁচিয়ে নারীর আত্মহত্যা

- আপডেট সময় : ১০:১৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৭২ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার জীবননগরে সাথী আক্তার (৩০) নামে এক নারী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার অভিযোগ ওঠেছে। শুক্রবার (২৮ জুন) উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের পাকা গ্রামের উত্তরপাড়ায় দুপুর ১২ ঘটিকায় এ ঘটনা সংঘটিত হয়।নিহত সাথী খাতুন পাকা গ্রামের শহিদুল সরদারের কন্যা।নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, নিহত সাথী খাতুন ছিলেন একজন স্বামী পরিত্যাক্তা । স্বামীর সাথে ডিভোর্স হওয়ার পর থেকে সে কয়েক বছর ধরে নিজ পিতার বাড়িতে অবস্থান করছিল। এরপর তিনি হঠাৎ করে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে যার ফলে সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে অসুস্থ ছিল। আর মানসিক ভারসাম্যহীন হাওয়ায় সে প্রায় সময় বিভিন্ন জায়গায় চলে যেত। বাড়ির লোকজন পড়ে তাকে খোঁজাখুঁজির পর পুনরায় বাড়ি নিয়ে আসত। এছাড়াও তার মানসিক ভারসাম্যহীনতার চিকিৎসাও চলমান ছিল। পরবর্তীতে শুক্রবার দুপুর ১২ টার দিকে তার নিজ শয়ন কক্ষের বাঁশের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।আর এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান জানান, আত্মহত্যার খবর শোনা মাত্রই জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এছাড়াও নিহতের পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ না থাকায় জীবননগর থানা পুলিশের পক্ষ হতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।