হরিপুরে শিক্ষক কর্মচারী ব্যবস্থাপনা কমিটির “চেয়ারম্যান মাজেদুর”নির্বাচিত

- আপডেট সময় : ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী,হরিপুর প্রতিনিধি:-
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা শিক্ষা কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুর রহমান সাজু(চেয়ার) সহকারি শিক্ষক হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত।
নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আলমগীর কবীর চৌধুরী(ছাতা) সহকারি প্রধান শিক্ষক ধীরগঞ্জ উচ্চ বিদ্যালয় পেয়েছেন ২৫৮ ভোট। অন্যান্য পদে সমবায় সমিতির বিধিমালা ২০০৪ এর বিধি ৩২ উপ-বিধি-১ মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছাম্মৎ মুনিরা বেগম (ভাইস চেয়ারম্যান), মোহাম্মদ মোবারক হুসাইন কাদেরী (সাধারণ সম্পাদক), মোছাম্মৎ লাভলী আক্তার (ট্রেজারার), মোহাম্মদ মফিজুল ইসলাম কাদেরী (ডিরেক্টর), ও মোঃ নজরুল ইসলাম (ডিরেক্টর)।
আজ (২২.০৬.২০২৪ ইং) রবিবার ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার মোহাম্মদ সোহানুজামান। মোট ভোটার সংখ্যা ৬২৩ জন । উপস্থিত ভোটার সংখ্যা ৫২৯ জন অনুপস্থিত ৯৪ জন ।ভোট গ্ৰহণ শুরু হয় সকাল ১০:০০ ঘটিকা এবং শেষ হয় বিকাল ৩:০০ ঘটিকা । উৎসবমুখর পরিবেশে বিরতিহীনভাবে চলছিল ভোট গ্ৰহণ।