চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন ও সমন্বয় এবং জেলা জালমহাল ব্যবস্থাপনা কমিটির সভা আজ ২০ জুন ২০২৪ খ্রিঃ সকাল ১০:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় স্ব স্ব সরকারি দপ্তর তাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার কথা বলা হয়। এছাড়াও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।জেলা উন্নয়ন ও সমন্বয় এবং জেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলী আজগর টগর, মাননীয় সংসদ সদস্য, চুয়াডাঙ্গা-০২ আসন;
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা।
আরোও উপস্থিত ছিলেন সকল সরকারি দপ্তরের প্রধানগণসহ কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।