সংবাদ শিরোনাম :
ডিপজলের বড় ভাই শাহাদাৎ হোসেন মারা গেছেন

নিজেস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা গেছেন চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সাবেক সভাপতি হাজি মো. শাহাদাৎ হোসেন। তিনি অভিনেতা, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজলের বড় ভাই।
জানা গেছে, শুক্রবার ভোর ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১২টা ৩০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান এ প্রযোজক।
তার মৃত্যু খবর নিশ্চিত করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এক ফেসবুক স্ট্যাটাসে ডিপজল লিখেছেন, ‘হাজী মোহাম্মদ শাহাদাৎ হোসেন (বাদশা ভাই) কিছুক্ষণ আগে শ্যামলীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেনো উনাকে বেহেশত নসিব করেন।’
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতি। শোকাহত পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষিরা।