ছুটির আমেজ লেগেছে ঢাকার অফিস পাড়ায়
- আপডেট সময় : ০৫:০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া:-
চলতি বছরের ঈদুল আজহার (কোরবানির ঈদ) আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৩ জুন)। ছুটি কাটিয়ে আগামী বুধবার (১৯ জুন) ঈদের পর অফিস করবেন তারা। এছাড়া বেসরকারি অনেক অফিসও সরকারি ছুটির সঙ্গে মিল রেখে অনেকে ছুটি নিয়ে বাড়ি চলে গেছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর সরকারি অফিসগুলোতে ছুটির আমেজ বিরাজ করছে। জানা গেছে, এজন্য বেশিরভাগ অফিসেই কর্মকর্তা ও কর্মচারির সংখ্যাও কম । ছুটি কাটিয়ে আগামী বুধবার (১৯ জুন) ঈদের পর অফিস করবেন তারা।এবার টানা পাঁচ দিনের ছুটি মিলেছে সরকারি চাকরিজীবীদের। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি আর তিন দিন ঈদের ছুটি।
আগামী ১৭ জুন (সোমবার) দেশব্যাপী ঈদুল আজহা উদযাপিত হবে। এ হিসাব অনুসারে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়।মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের দিনের মধ্যে আরেকটি হলো ঈদুল আজহা। ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় ৩ দিন ধরে। সেটা হচ্ছে ১০, ১১ ও ১২ জিলহজ পর্যন্ত।




















