সংবাদ শিরোনাম :
যশোরের কেশবপুরে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

নিজেস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

মো আব্দুল্লাহ আল নোমান
কেশবপুর( যশোর) প্রতিনিধি:-
যশোরের কেশবপুরে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ছয়জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে একটি করে হুইল চেয়ার দেওয়া হয়। এ ছাড়া আরও পাঁচজন শিক্ষার্থীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রভাত কুমার রায়, পলাশ কান্তি হালদার প্রমুখ। বিদ্যালয়ে যাতায়াত ও চলাফেরা করার জন্য হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীরা খুশি প্রকাশ করে।