চুয়াডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৬:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার জীবননগরে মোছা. সখি খাতুন (২৫) নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ডুমুরিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সখি খাতুন একই গ্রামের সৌদি প্রবাসী মো. ওয়াসিম বিশ্বাস নয়নের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান স্থানীয় বাসিন্দা জানান, সখির স্বামী ওয়াসিম বিশ্বাস নয়ন সৌদি আরবে থাকেন। গতকাল রোববার দিবাগত রাতে রাতের খাবার শেষ করে নিজ ঘরে ঘুমাতে যায়৷ আর ১২টার দিকে বাড়ির লোকজন টের পান সখি ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।স্থানীয় একটি সূত্র বলছে, সখি তার স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে। কারণ হিসেবে জানান, ঈদের কেনাকাটার টাকা পাঠাতে দেরি করেছে নয়ন। এ নিয়ে তাদের মধ্যে মনমালিন্য চলছিল।এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।