ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে : প্রধান উপদেষ্টা সূফীকথা’র ব্যবস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ রাণীশংকৈলে নারী ও কন্যাশিশুদের মানবাধিকার রক্ষার্থে গণ শুনানি শ্যামনগরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুনের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আগৈলঝাড়ায় ৭শ পিচ ইয়াবা ও ১ কেজি ৮শ গ্রাম গাঁজা ব্যবসায়ীসহ ৩ জন আটক বরিশালের গৌরনদীতে ৮ মাসে কোরআনে হাফেজ ১০ বছরের শিশু আবদুল্লাহ দুমকি প্রেসক্লাব পরিবর্তনের অঙ্গীকারে-নতুন কমিটি গঠন দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ দিনের ছুটি যশোরে জাল ওয়ারিশ সনদ প্রদান, ইউপি প্রশাসকের বিরুদ্ধে মামলা

মহিলা লীগের কমিটিতে শীর্ষ নেত্রীদের বেয়াইন, ননদ, মেয়ে ও বান্ধবীরা জায়গা পেয়েছেন, বাদ পড়েছেন সক্রিয় নেতাকর্মী

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

*ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটিতে শীর্ষ নেত্রীদের বেয়াইন, ননদ, মেয়ে ও বান্ধবীরা জায়গা পেয়ে গেছেন; যারা কখনও রাজনীতিই করেননি। আর বাদ পড়েছেন রাজনীতিকে সক্রিয় এবং ভালো সংগঠক হিসেবে সুনাম কুড়ানো অনেক নেতাকর্মী।*

মহিলা আওয়ামী লীগের সম্প্রতি ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণের কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটিতে শীর্ষ নেত্রীদের বেয়াইন, ননদ, মেয়ে ও বান্ধবীরা জায়গা পেয়ে গেছেন; যারা কখনও রাজনীতিই করেননি। আর বাদ পড়েছেন রাজনীতিকে সক্রিয় এবং ভালো সংগঠক হিসেবে সুনাম কুড়ানো অনেক নেতাকর্মী।

বিষয়টি নিয়ে সংক্ষুব্ধদের অভিযোগের পরপ্রেক্ষিতে এর সুরাহা করতে মহিলা লীগের সভাপতিকে নির্দেশ দিয়েছেন অভিভাবক সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অবশ্য সংক্ষুব্ধদের দাবি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিলা লীগের সভাপতিকে ঢাকা মহানগর দক্ষিণের কমিটি স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মহিলা লীগ সভাপতি মেহের আফরোজ চুমকিকে কয়েক দফা ফোন করলেও তিনি ধরেননি। এমনকি পরিচয় দিয়ে মেসেজ করার পরও তিনি সাড়া দেননি।

তবে সাধারণ সম্পাদক শবনম জাহান শিলার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সভাপতি আমাকে ফোন করে জানিয়েছেন যে তাকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফোন করেছিলেন। তিনি কমিটির বিষয়ে অভিযোগের ব্যবস্থা নিতে বলেছেন। তবে কমিটি স্থগিত করার বিষয়টি সংক্ষুব্ধদের কাছ থেকে শুনেছি।’

শিলা বলেন, ‘বঞ্চিতদের যে অভিযোগ তার অনেকগুলোই আমলযোগ্য। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে আমরা বসে আলোচনার মাধ্যমে এর সুরাহা করব।’

প্রসঙ্গত, ৩০ মে গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে রাজপথের পরীক্ষিত ও ত্যাগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে অসামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত এবং রাজনীতিতে আনকোড়াদের দিয়ে কমিটি করার অভিযোগ ওঠে।

সম্মেলনের দীর্ঘ দেড় বছর পর এই কমিটি ঘোষণা করা হলেও গুরুত্বপূর্ণ পদগুলোতে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুগতদের স্থান দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন পদবঞ্চিতরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রকাশ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এমনকি অতীতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও অনেকে পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ।

২০২২ সালের ২৬ নভেম্বর মেহের আফরোজ চুমকি মহিলা আওয়ামী লীগের সভাপতি ও শবনম জাহান শিলা সাধারণ সম্পাদক হন। একই দিন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে শাহেদা তারেক দিপ্তি ও সাধারণ সম্পাদক হাসিনা বারী চৌধুরী এবং দক্ষিণের সভাপতি হিসেবে সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক হিসেবে পারুল আক্তারের নাম ঘোষণা করা হয়।

অনুসন্ধানে জানা যায়, ৩ নম্বর সহ-সভাপতি ৮০ বছর বয়সী বাদল বিবি সাধারণ সম্পাদক পারুল বেগমের মেয়ের শাশুড়ি। ১১ নম্বর সহ-সভাপতি রুবি খাতুন রাজনীতি করেন না। তিনি ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা বেগমের (কানন) ব্যবসায়িক পার্টনার ও ঘনিষ্ঠ বান্ধবী।

কমিটির ২ নম্বর সাংগঠনিক সম্পাদক মনিসা আক্তার বৃষ্টি ও ৬ নম্বর সদ্য লায়লা বেগম সাধারণ সম্পাদক পারুল বেগমের ননদ। ১০ নম্বর সদস্য ফারহানা মান্নান রুম্পা (সূত্রাপুর) কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুন নেসা মান্নানের মেয়ে।

একই কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবা বেগমের ভাগ্নি সারমিন আক্তার শিপ্রাকে তথ্য ও গবেষণা সম্পাদক পদে স্থান দেয়া হয়েছে। তার পরিবার বিএনপি-জামায়াতসংশ্লিষ্ট বলে অভিযোগ আছে। একই কমিটিতে স্থান পেয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবার মেয়ে সাবরিনা হুমায়ুনও।

বঞ্চিতরা অভিযোগ করছেন, রাজনীতির বাইরে থেকে আসাদে কমিটিতে পদায়ন করেছেন মহানগর সভাপতি সাবেরা ও সাধারণ সম্পাদক পারুলের কাশিয়ার নামে পরিচিত প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা কানন।

এসব বিষয় নিয়ে ১ জুন আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন সংক্ষুব্ধরা। তাদের অভিযোগ পেয়ে ওবায়ুল কাদের মহিলা লীগ কেন্দ্রীয় সভাপতি মেহের আফরোজ চুমকিকে ফোন করে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের কমিটি স্থগিত করার নির্দেশ দেন। বাদ পড়া ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের অন্তভুক্ত করে কমিটি পুনর্গঠনের নির্দেশ দেন তিনি।

জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের সাধারণ সম্পাদক পারুল আক্তার বলেন, ‘যারা পদ পাননি তারাই অভিযোগ করেছেন। অনেকেই মহিলা লীগের রাজনীতি করে। কিন্তু ৯১ সদস্যের কমিটিতে ৯১ জনকেই পদ দেয়া যায়, তার বেশি নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দৈনিক বাংলাদেশের চিত্র একটি অনলাইন নিউজ পোর্টাল। এই পত্রিকার মূল স্লোগান হলো "সত্য প্রকাশে আপোষহীন"।আমরা এ দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের কথা বলি।একজন অসহায় মানুষের পাশে দাড়িয়ে অন্যায় প্রতিরোধে সাহায্য করতে আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ।দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকা গনমানুষের কথা বলে।
ট্যাগস :

মহিলা লীগের কমিটিতে শীর্ষ নেত্রীদের বেয়াইন, ননদ, মেয়ে ও বান্ধবীরা জায়গা পেয়েছেন, বাদ পড়েছেন সক্রিয় নেতাকর্মী

আপডেট সময় : ১২:৩৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪

*ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটিতে শীর্ষ নেত্রীদের বেয়াইন, ননদ, মেয়ে ও বান্ধবীরা জায়গা পেয়ে গেছেন; যারা কখনও রাজনীতিই করেননি। আর বাদ পড়েছেন রাজনীতিকে সক্রিয় এবং ভালো সংগঠক হিসেবে সুনাম কুড়ানো অনেক নেতাকর্মী।*

মহিলা আওয়ামী লীগের সম্প্রতি ঘোষিত ঢাকা মহানগর দক্ষিণের কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। কমিটিতে শীর্ষ নেত্রীদের বেয়াইন, ননদ, মেয়ে ও বান্ধবীরা জায়গা পেয়ে গেছেন; যারা কখনও রাজনীতিই করেননি। আর বাদ পড়েছেন রাজনীতিকে সক্রিয় এবং ভালো সংগঠক হিসেবে সুনাম কুড়ানো অনেক নেতাকর্মী।

বিষয়টি নিয়ে সংক্ষুব্ধদের অভিযোগের পরপ্রেক্ষিতে এর সুরাহা করতে মহিলা লীগের সভাপতিকে নির্দেশ দিয়েছেন অভিভাবক সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অবশ্য সংক্ষুব্ধদের দাবি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহিলা লীগের সভাপতিকে ঢাকা মহানগর দক্ষিণের কমিটি স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মহিলা লীগ সভাপতি মেহের আফরোজ চুমকিকে কয়েক দফা ফোন করলেও তিনি ধরেননি। এমনকি পরিচয় দিয়ে মেসেজ করার পরও তিনি সাড়া দেননি।

তবে সাধারণ সম্পাদক শবনম জাহান শিলার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সভাপতি আমাকে ফোন করে জানিয়েছেন যে তাকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফোন করেছিলেন। তিনি কমিটির বিষয়ে অভিযোগের ব্যবস্থা নিতে বলেছেন। তবে কমিটি স্থগিত করার বিষয়টি সংক্ষুব্ধদের কাছ থেকে শুনেছি।’

শিলা বলেন, ‘বঞ্চিতদের যে অভিযোগ তার অনেকগুলোই আমলযোগ্য। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে নিয়ে আমরা বসে আলোচনার মাধ্যমে এর সুরাহা করব।’

প্রসঙ্গত, ৩০ মে গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে রাজপথের পরীক্ষিত ও ত্যাগীদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে অসামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত এবং রাজনীতিতে আনকোড়াদের দিয়ে কমিটি করার অভিযোগ ওঠে।

সম্মেলনের দীর্ঘ দেড় বছর পর এই কমিটি ঘোষণা করা হলেও গুরুত্বপূর্ণ পদগুলোতে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুগতদের স্থান দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন পদবঞ্চিতরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রকাশ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এমনকি অতীতে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও অনেকে পেয়েছেন গুরুত্বপূর্ণ পদ।

২০২২ সালের ২৬ নভেম্বর মেহের আফরোজ চুমকি মহিলা আওয়ামী লীগের সভাপতি ও শবনম জাহান শিলা সাধারণ সম্পাদক হন। একই দিন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে শাহেদা তারেক দিপ্তি ও সাধারণ সম্পাদক হাসিনা বারী চৌধুরী এবং দক্ষিণের সভাপতি হিসেবে সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক হিসেবে পারুল আক্তারের নাম ঘোষণা করা হয়।

অনুসন্ধানে জানা যায়, ৩ নম্বর সহ-সভাপতি ৮০ বছর বয়সী বাদল বিবি সাধারণ সম্পাদক পারুল বেগমের মেয়ের শাশুড়ি। ১১ নম্বর সহ-সভাপতি রুবি খাতুন রাজনীতি করেন না। তিনি ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা বেগমের (কানন) ব্যবসায়িক পার্টনার ও ঘনিষ্ঠ বান্ধবী।

কমিটির ২ নম্বর সাংগঠনিক সম্পাদক মনিসা আক্তার বৃষ্টি ও ৬ নম্বর সদ্য লায়লা বেগম সাধারণ সম্পাদক পারুল বেগমের ননদ। ১০ নম্বর সদস্য ফারহানা মান্নান রুম্পা (সূত্রাপুর) কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুন নেসা মান্নানের মেয়ে।

একই কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবা বেগমের ভাগ্নি সারমিন আক্তার শিপ্রাকে তথ্য ও গবেষণা সম্পাদক পদে স্থান দেয়া হয়েছে। তার পরিবার বিএনপি-জামায়াতসংশ্লিষ্ট বলে অভিযোগ আছে। একই কমিটিতে স্থান পেয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবার মেয়ে সাবরিনা হুমায়ুনও।

বঞ্চিতরা অভিযোগ করছেন, রাজনীতির বাইরে থেকে আসাদে কমিটিতে পদায়ন করেছেন মহানগর সভাপতি সাবেরা ও সাধারণ সম্পাদক পারুলের কাশিয়ার নামে পরিচিত প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবা কানন।

এসব বিষয় নিয়ে ১ জুন আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন সংক্ষুব্ধরা। তাদের অভিযোগ পেয়ে ওবায়ুল কাদের মহিলা লীগ কেন্দ্রীয় সভাপতি মেহের আফরোজ চুমকিকে ফোন করে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের কমিটি স্থগিত করার নির্দেশ দেন। বাদ পড়া ত্যাগী ও পরীক্ষিত নেত্রীদের অন্তভুক্ত করে কমিটি পুনর্গঠনের নির্দেশ দেন তিনি।

জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা লীগের সাধারণ সম্পাদক পারুল আক্তার বলেন, ‘যারা পদ পাননি তারাই অভিযোগ করেছেন। অনেকেই মহিলা লীগের রাজনীতি করে। কিন্তু ৯১ সদস্যের কমিটিতে ৯১ জনকেই পদ দেয়া যায়, তার বেশি নয়।