ঝিনাইদহের মহেশপুরে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা
																
								
							
                                - আপডেট সময় : ১১:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
 

মো: রাসেল হোসেন৷ মিডিয়া রিপোর্টার, ঝিনাইদহ৷
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বামনগাছী বেলের মাঠ গ্রামে শাহাজাহান ফকির (৫৭) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার বামনগাছী বেলের মাঠ গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহত শাহাজাহান চিশতিয়া তরিকার একজন অনুসারী ছিলেন। বুধবার দুপুরে বামনগাছী বেলে মাঠ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহজাহান আলী একই উপজেলার বামনগাছী গ্রামের আতালে মন্ডেলে ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে একই উপজেলার রাজাপুর গ্রামের দুই ব্যাক্তি শাহজাহানের বাড়িতে এসেছিলো। রাতে স্ত্রীকে পাশের রুমে আটকে রেখে শাহজাহানকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। বুধবার সকালে তার অসুস্থ স্ত্রী ঘরের জানালা দিয়ে বাইরে বের হয়ে স্বামীর গলাকাটা লাশ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান জানান, বামনগাছী গ্রামে শাহজান আলী ফকির নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে৷
																			
										


















