মানবতার কল্যাণে সবসময় এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থা

- আপডেট সময় : ০৮:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

মো আব্দুল্লাহ আল নোমান,কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরের স্বেচ্ছাসেবী সংগঠন এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলার পৌর শহরের ৯ নং ওয়ার্ডের আব্দুল খালেক নামে এক অসুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয় । এসময় উপস্থিত ছিলেন এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাস্টার ইমতিয়াজ উদ্দিন , সহ উপদেষ্টা হামিদ হোসেন আজাদ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পৌর শাখার সভাপতি জুয়েল হোসেন সহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।তবে এমন আব্দুল খালেকের মতো আরো অসংখ্য লোকে এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থার কাছ থেকে সাহায্যে পেয়ে থাকেন। এছাড়াও সংস্থাটির পহ্ম থেকে অনেক বিধবা অসহায় মানুষের বসতঘর নির্মাণ করে দিয়ে আসছে সংস্থাটি। সংস্থাটির প্রধান উপদেষ্টা সাঈদুর রহমান সাঈদ সংস্থাটি নিয়ে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে, তার মধ্যে রয়েছে, প্রতি মাসে একটি করে অসহায় মানুষের বসতঘর নির্মাণ, গরিব অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, গরিব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান, শীতের মৌসুমে গরীবদের মাঝে শীতের বস্ত্র বিতারণ। তাছাড়া সংস্থাটি ইতোমধ্যে পঙ্গু লোকের মাঝে বেশ কয়েকটি হুইলচেয়ার বিতারণ করেছে। এবং তার পাশাপাশি সংস্থাটির অঙ্গ সংগঠন এস আর ব্লাড ব্যাংক মানুষের রক্ত দানের মাধ্যমে নিরলস ভাবে মানবসেবা করে যাচ্ছে। সংস্থাটি বরাবরের মতো প্রতিষ্ঠাকালীন সময়ের পর থেকে আজ অব্দি পযর্ন্ত মানবসেবা তারা অব্যহত রেখেছে।