ঝিনাইদহের বহুলপরিচিত মিজানুর রহমান বাবলু গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন

- আপডেট সময় : ০২:২৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ-শৈলকুপার জনপ্রিয় মুখ বিশিষ্ট ঠিকাদার ও রাজনৈতিক ব্যক্তিত্ব গাড়াগন্জের মিজানুর রহমান বাবলু প্রচণ্ড শ্বাসকষ্ট জনিত সমস্যায় আবারও রাজধানীর মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার পরিচিত মুখ রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ঠিকাদার – মো:
মিজানুর রহমান বাবলু গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন
পারিবারিক সূএ ধরে জানা যায়, বেশকিছু দিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। পরীক্ষা- নিরীক্ষার রিপোর্ট অনুযায়ী হার্টে বেশ কিছু ব্লক ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত ১৩ই মে বেশ কয়েকটি রিং পরানো হয়েছিল। বেশ কয়েকদিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পর সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যান। হাসপাতাল থেকে ফিরে ঢাকাতে তিনি তার মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। বেশ ভালই ছিলেন কিন্তু হঠাৎ করে ২৪ মে শুক্রবার রাতে আবারও বুকে ব্যথা অনুভব করেন এবং তাকে ঢাকার মিরপুর ০২ এ বেসরকারি হাসপাতাল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়া হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় এখনও তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।