রূপগঞ্জের কৃতি সন্তান মোঃ রাশেদ মিয়ার জীবনের অনুপ্রেরণামূলক গল্প

- আপডেট সময় : ০৬:৫৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

মোঃ রাশেদুল ইসলাম রাসেল,স্টাফ রিপোর্টার:নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়া ছনী, বাঘের আগা গ্রামের কৃতি সন্তান জনাব মোঃ রাশেদ মিয়া। জীবনের শুরুটা ছিল একেবারেই সাধারণ, তবে তার সংগ্রামী পথচলাই আজ তাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে।
সংগ্রাম থেকে সাফল্যের পথে,মধ্যবিত্ত পরিবারের সন্তান রাশেদ মিয়া ছোটবেলা থেকেই পরিশ্রমী, মেধাবী ও অধ্যবসায়ী ছিলেন। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। তিনি বিশ্বাস করেন—
“Life is struggle depend on hard work.”
এই বিশ্বাসকেই তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবে রূপ দিয়েছেন।
মানবিকতায় ভরপুর একজন মানুষ,রাশেদ মিয়া তার বাবা-মা, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করেন। মানুষের দুঃখে তিনি পাশে দাঁড়ান, সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেন। সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে চিন্তা করেন এবং তাদের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যয়,বর্তমানে তিনি জাতীয় দৈনিক মানবাধিকার মিডিয়া গ্রুপের নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ শাখার অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার লক্ষ্য— সৎ কর্ম ও মানবসেবার মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন।
নিজের জীবনের দর্শন সম্পর্কে রাশেদ মিয়া বলেন,
“আমার পাশে আল্লাহ আছেন, আমার পাশে আমার পিতা-মাতার দোয়া আছে। আমি আরো মানুষের সেবা করতে চাই, গরিব-দুঃখীদের পাশে থাকতে চাই। আমি রূপগঞ্জের মানুষকে মন থেকে ভালোবাসি, একদিন রূপগঞ্জের মানুষও আমাকে তাদের ভালোবাসায় সিক্ত করবে।”
ধন্যবাদান্তে,
মোঃ রাশেদুল ইসলাম রাসেল
নারায়নগঞ্জ প্রতিনিধি
দৈনিক বাংলাদেশের চিত্র