সংবাদ শিরোনাম :
যশোর বেনাপোল রোডের শতবর্ষী মৃত গাছ কাটা হচ্ছে

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ২২ বার পড়া হয়েছে

সুলাইমান কবির রাব্বি, জেলা প্রতিনিধি: যশোর
গত ১০ আগস্ট থেকে শুরু হয়েছে যশোর-বেনাপোল রোডের শতবর্ষী মৃত গাছ কাটার কার্যক্রম। এই গাছগুলো সড়কের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল এবং প্রায়ই ভেঙে পড়ছিল। তাই, স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদ গাছগুলো কাটার সিদ্ধান্ত নিয়েছে।
মৃত ও ঝুঁকিপূর্ণ গাছগুলো প্রায়ই ভেঙে পড়ে সড়কে যান চলাচল ব্যাহত করত এবং দুর্ঘটনা ঘটাতো। গাছ ভেঙে পড়ার কারণে পথচারী ও যানবাহনের যাত্রী সাধারণের নিরাপত্তার বিষয়টিও ছিল উদ্বেগের কারণ। রাস্তাটিকে চার লেনে উন্নীত করার জন্য কিছু গাছ কাটার পরিকল্পনাও রয়েছে।
এর আগে ২০১৮ সালে যশোর-বেনাপোল মহাসড়ক সংস্কারে দুই পাশের গাছ কাটার সিদ্ধান্ত হয়েছিল। তখন পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজের প্রতিবাদে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় গাছ কাটা বন্ধ হয়ে যায়।