সাতক্ষীরার মাছখোলায় খ্রিষ্টান মিশনে জাঁকজমকপূর্ণ পরিবেশে বড় দিন উদযাপন

- আপডেট সময় : ১০:৩৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে

বিউটি খাতুন,স্টাফ রিপোর্টার বাংলাদেশ:- সাতক্ষীরার ব্রক্ষরাজপুর ইউনিয়নের মাছখোলার পশ্চিম পাড়ায় খ্রীষ্টান মিশনে গতকাল ২৫ শেষ ডিসেম্বর রোজ বুধবার সকাল ১০ টায় প্রতি বছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণ পরিবেশে বড় দিন উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে উপাসনা পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন সাস্টের বাসুদেব বিশ্বাস আর ও উপস্থিত ছিলেন যাজক রেভারেন্ট থিওফীল গাজী সেক্রেটারী মাইকেল মিন্টু সরদার এবং খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ।পাস্টর বাসুদেব বিশ্বাস অনুষ্ঠানের শুরুতে সকলের হাতে বাইবেল তুলে দেওয়ার অনুমতি দেন । তিনি বলেন,ঈশ্বর যে আমাদের কথা বলার শক্তি দিয়েছেন, তার প্রার্থনা করার সুযোগ দিয়েছেন তাই আমাদের জন্য বড় পাওয়া। তারপর গান আজ শুভ বড়দিন,ভাই আজ শুভ বড়দিন ……. পূর্ন কর ত্রিভুবন গাওয়া হয়। তারপর যাজক রেভারেন্ট থিওফীল গাজী প্রভু যে জন্য পৃথিবীতে এসেছেন সে বিষয়ে আলোচনা করেন এবং অতিরিক্ত সমাচার,যিশালয় ,গীত সংহীতা ,মীখা , প্রকাশিত কাজ, কুমারীর গর্ভে যীশু রাজা জন্মের চিহ্ন ইত্যাদি পাঠ করেন। তিনি আরও বলেন,যিশু পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন মানুষকে তাদের পাপ থেকে মুক্তি দিতে, তাদের ঈশ্বরের সাথে পুনর্মিলন করতে এবং তাদের অন্ত জীবন দিতে। তিনি বলেন, যীশু অনন্ত জীবন,পবীত্রায়ন ও আইন পূর্ন করার জন্য সচেষ্ট ছিলেন তারপর প্রভুর কাছে প্রার্থনা করে যিশুর জন্মদিন উপলক্ষে কেক কেটে দুপুরের খাওয়া দাওয়ার পর বেলা ৪ টায় অনুষ্ঠানের শেষ হয়।