হঠাৎ বন্যা
মোঃ সোহেল রানা
বরিশাল জেলা প্রতিনিধিঃ
ইচ্ছা করছে লেখবো কিছু
ভাবছি বসে মনে,
সব কিছুই যেনো ভুলে গেলাম
টিভির খবর শুনে !!
পড়ছে খবর শুনছি আমি
দেশে এলো বান,
তলিয়ে যাচ্ছে ফেনি-কুমিল্লার
ঘর-বাড়ী ও ধান।
জানতে পারলাম ভারত থেকে
আসছে পানি দেশে,
ঘটি-বাটি সহ যা ছিলো সম্বল
যাচ্ছে সবই ভেসে।
এমতাবস্থায় কোথায় গিয়ে
ঠাঁই নিবেন তারা,
মানুষ সহ পশু-পাখি অনেক
যাচ্ছে সেথায় মারা।
চলো আমরা সাধ্য মতে
সাহায্য করি সবে,
তাদের পাশে দাঁড়ালে মোরা
বিধাতা খুশি হবে।
আর যাদের সাহায্য করার
কোনো উপায় নাই,
দোয়া করবেন তাদের যেনো
রক্ষা করেন সাঁই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.