স্টাফ রিপোর্টার : মুজিবুর রহমান
চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের মোতাব্বির হোসেন কাজল- যিনি নিজেকে রাজনৈতিক পরিচয় ও কথিত সাংবাদিকতার আড়ালে বোম হাতে দাপট দেখিয়ে চাঁদাবাজি, মাদক, জুয়া ও পতিতালয় থেকে মাসোয়ারা আদায় করতেন- অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। গত জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্রদের ছবি ও ভিডিও তুলে পুলিশের কাছে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করাই ছিল তার প্রধান অস্ত্র। এখন এলাকায় খবর ছড়িয়েছে, কাজলকে জামিনে বের করার চেষ্টা চলছে। ছাত্রজনতা ও সচেতন মহল বলছেন- এমন অপরাধীদের জামিনে মুক্তি মানেই এলাকায় আবারও আতঙ্কের রাজত্ব ফিরে আসা। তাদের জোর দাবি, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন যেন সতর্ক থাকে, যাতে এই ধরনের অপরাধী আবারও সাধারণ মানুষের শান্তি নষ্ট করতে না পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.