জি এম আব্বাস উদ্দিন বিশেষ প্রতিনিধিঃ- ১২ই জুন রোজ বুধবার সকাল ১০টার সময় খুলনা বিভাগীয় কমিশনার সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান,ভাই চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক স্থানীয় সরকার খুলনা বিভাগ তবিবুর রহমান খুলনা। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলাল মাহমুদ বিভাগীয় কমিশনার খুলনা। জানা যায় ২৭ টা উপজেলা নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান,ভাই চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান গন শপথ গ্রহণ করেন। বিকাল ৩টার সময় সাতক্ষীরা দেবহাটা,শ্যামনগর, আশাশুনি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান,ভাই চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান,শপথ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। দেবহাটা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা ভাই চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ শপথ পাঠ করে শপথ নেন। জেলা পরিষদের সাবেক সদস্য ও দেবহাটা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদুস আলফা তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং বলেন এ বিজয় অর্জন দেবহাটা উপজেলা সব সাধারণ মানুষের, উপজেলা বাসীদের ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এবং দোয়া করি সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.