এমদাদুল হক, ক্রাইম রিপোর্টার মনিরামপুর:-
যশোরের মণিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র অঙ্গসংগঠন যুব জামায়াতের উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল (শুক্রবার) বিকেলে মণিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশটি আয়োজন করা হয়। মণিরামপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি এইচ. এম. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, সহ-সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক মনিরুল ইসলাম এবং জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন,
“৫৩ বছরে বহু সরকার এসেছে এবং গেছে, কিন্তু মণিরামপুরসহ দেশের সাধারণ মানুষের ভাগ্যের তেমন কোনো পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় থেকেছেন, তারা শুধু নিজেদের সম্পদের পাহাড় গড়েছেন। কিন্তু জনগণ আজও বেকারত্ব, দারিদ্র্য আর বৈষম্যের শিকার। যুব সমাজকে আলোর পথে ফিরিয়ে আনার জন্যই আমাদের এই আয়োজন।”
তিনি আরও বলেন, দেশের এই দুঃসময়ে যুব সমাজকে জাগিয়ে তোলার দায়িত্ব আজ ইসলামী আন্দোলনের কর্মীদের উপর। জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য নুরে আলী নুর মামুন, মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলামসহ স্থানীয় জামায়াত ও যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর সাহায্য কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.