৫০ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ১১:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
শেরপুরে ৫০ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৬ মে সোমবার জেলা পুলিশের ফেসবুক পেইজের পোস্ট থেকে ওই তথ্য জানা গেছে।গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর উপজেলার বাধা তেগরিয়া গ্রামের গোপাল মিয়ার পুত্র জিহান (২০), একই গ্রামের নুর ইসলামের পুত্র মোস্তফা কামাল (১৯) ও ঝিনাইগাতী উপজেলার বাঐবাধা গ্রামের রফিজুলের পুত্র ফেরদৌস (১৯)।
জেলা পুলিশের ফেসবুক পেইজ থেকে জানা যায়, ৬ মে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল মালেকের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল সদর উপজেলার সূর্যদী তেতুলতলা বাজারে আংগুর মিয়ার চা দোকানের সামনে শেরপুর-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৫০ বোতল মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে শেরপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে।