৪১ বছর পলাতকের অবসান: দলিল জালিয়াতির সাজাপ্রাপ্ত আসামি বাহার উদ্দিন অবশেষে গ্রেফতার
- আপডেট সময় : ০৫:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ,স্টাফ রিপোর্টার:চার দশক ধরে ছদ্মবেশে লুকিয়ে থাকা বাহার উদ্দিনকে বিশেষ অভিযানে ধরল ফুলগাজী থানা পুলিশ—আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে
ফেনীর ফুলগাজীতে দলিল জালিয়াতির মামলায় আদালতের রায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি বাহার উদ্দিন মজুমদার দীর্ঘ ৪১ বছর পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন পরিচয়ে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে আসছিলেন।
মামলার রায় ঘোষণার পরপরই বাহার উদ্দিন নিজ এলাকা ছেড়ে গা-ঢাকা দেন। এ সময় পরিচয় গোপন করতে তিনি নিয়মিত ঠিকানা পরিবর্তন, ছদ্মনাম ব্যবহার, ভিন্ন ভিন্ন স্থানে শ্রমিকের কাজ করা এবং স্থানীয়দের সাথে যোগাযোগ সীমিত রাখাসহ নানা কৌশল গ্রহণ করেন। দীর্ঘ সময় ধরে এসব কৌশল কার্যকর থাকলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সম্প্রতি ফুলগাজী থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন থানার সাব-ইন্সপেক্টর (এসআই) এম এ হোসেন। দীর্ঘদিনের তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও অনুসন্ধানের পর পুলিশ অবশেষে বাহার উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, পলাতক জীবনে বাহার উদ্দিন বিভিন্ন স্থানে অল্প আয়ের কাজ করতেন এবং সবসময় নিজের প্রকৃত পরিচয় গোপন রাখার চেষ্টা করতেন। তবে এত বছরের পর তার ছদ্মবেশ আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি।
গ্রেফতারের পর বাহার উদ্দিনকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। দীর্ঘ সময় পর একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং ফুলগাজী থানা পুলিশের এ অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



















