৩৩ হাজার গ্রাহকের ভোগান্তী ৪১ জনের মধ্যে ৩৯ জন গণ ছুটি নিলেন কর্মকর্তা-কর্মচারী, বিদ্যুৎ সেবায় অচলাবস্থা পশুরাম

- আপডেট সময় : ০১:৩৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

মোহাম্মদ হানিফ, ফেনী জেলা স্টাফ রিপোর্টার:ফেনীর পশুরাম পল্লী বিদ্যুৎ সমিতির ৪১ জন কর্মকর্তা ও কর্মচারী মধ্যে ৩৯ জন একযোগে ছুটির দরখাস্ত দিয়ে অফিস ত্যাগ করেছেন। এতে সমিতির নিয়মিত কার্যক্রম ও গ্রাহকসেবা কার্যত অচল হয়ে পড়েছে।
রবিবার সকাল থেকে হঠাৎ এ পরিস্থিতি সৃষ্টি হলে বিদ্যুৎ সংযোগ, বিল প্রদান ও অভিযোগ নিষ্পত্তিসহ নানা কার্যক্রমে ধীরগতি দেখা দেয়। ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করছেন, হঠাৎ এমন সিদ্ধান্তে তাদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
সমিতির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে টানাপোড়েন চলছিল। তারই জের ধরে কর্মচারীরা একযোগে ছুটির আবেদন জমা দিয়ে অফিস ত্যাগ করেছেন।
এদিকে গ্রাহকরা বলছেন, বিদ্যুৎ সরবরাহ ও সেবা কার্যক্রমে বিলম্ব তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে প্রভাবিত করছে। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোক্তারা সমস্যায় পড়েছেন।
পরিস্থিতি স্বাভাবিক করতে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।