৩য় তম বার্ষিকী দৈনিক সাতক্ষীরা সকাল

- আপডেট সময় : ০৬:৩২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

জি এম আব্বাস উদ্দিন,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-২২ সালের জন্ম নিয়েছো তুমি সাতক্ষীরা জেলাতে,
৩য় বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানাই আমি তোমাকে।
তোমাকে যারা পরিচালনা করেন তারাই জ্ঞানী গুণী মানুষ,
তাইতো তোমাকে হাতে পেলে পড়ে পাই মনের সুখ।
আসলে তুমি পত্রিকা নও বাস্তব দাও তুমি, তাইতো তোমার জন্য অপেক্ষায় থাকি আমি।
তোমার অপেক্ষায় চেয়ে থাকি প্রতিদিন সকাল বেলা,
তোমাকে আমি হাতে পেলে পড়ে মিটাই মনের জ্বালা।
সকাল বেলা উঠে আমি মনে মনে বলি,
সাতক্ষীরা সকাল পত্রিকাটি কখন হাতে পাবো আমি।
হাতে পেলে পড়ে আমি জানতে পারি দেশের খবর,
তাইতো তোমাকে ভালোবাসি আমার হৃদয়ের ভিতর।
জন্ম তোমাকে যাহারা দিয়েছে সাতক্ষীরা বাসি জানি,
নামটি তাদের আমিরুজ্জামান বাবু ও তারেকুজ্জামান তিনি।
শুভেচ্ছা জানাই আমি হাফেজ জি এম আব্বাস উদ্দিন,
দেবহাটা বাসীর পক্ষ থেকে তোমাকে। তোমার জন্য লিখিলাম কবিতা লিখিলাম ভালোবাসা দিয়ে,
বিদায় নিলাম আজকের মত তোমার পরিবারকে দোয়া দিয়ে।