আশরাফ উদ্দিন বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
সুন্দরবনে জ্বলতে থাকা আগুন ২৭ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। শনিবার (৪ মে) দুপুরে আগুন লাগার বিষয়টি জানার পর পেরিয়েছে ২৭ ঘণ্টা। ফায়ার সার্ভিস, বন বিভাগ, নৌবাহিনী, পুলিশের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমানবাহিনীও।এর আগে শনিবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের আমোরবুনিয়া টহল ফাঁড়ির লতিফের ছিলা এলাকায় আগুনের ধোয়া দেখতে পায় স্থানীয়রা। আগুনে এরই মাঝে পুড়ে গেছে কিছু এলাকার বনাঞ্চল। দুর্গম এলাকা এবং পানির উৎস দূরে থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।
এরই মাঝে অন্তত ৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেবকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। কমিটিকে আগামী ৭ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, ‘আগুন নির্বাপণে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি। ফায়ার লাইন করার কারণে আগুন আর ছড়িয়ে পড়ার শঙ্কা নেই। আশা করছি দ্রুত আগুন সম্পূর্ণ নেভানো সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ রায়হান সুলতান।
যোগাযোগঃ ৭২/৭-৮ মানিকনগর, মুগদা,ঢাকা-১২০৩
মোবাইলঃ +৮৮০৯৬৩৮০৮৯০১৪
Copyright © 2025 দৈনিক বাংলাদেশের চিত্র. All rights reserved.